ফেসবুক বিজনেস পেজে পোষ্টিং ( এ্যাডভ্যান্স লেভেল ) ১) আপনাকে ঠিক করতে হবে , আপনি পোষ্টটি বাংলাতে লিখবেন , নাকি অন্য ভাষায় লিখবেন । যদি বাংলাতে লিখেন তবে চেষ্টা করতে হবে সম্পুর্ণ শুদ্ধ ভাষায় বাংলাতে লেখতে। যেটা আমি নিজেও পারিনা । কিন্তু আমি পারিনা জন্য আপনি পারবেন না , সেটাতো হতে পারেনা । আপনাকে পারতে হবে। শুদ্ধ বাংলা বা শুদ্ধ ব্যকরণ সম্মত ইংরেজী ভাষায় লিখতে হবে এবং কোন ভাবে বাণান ভূল হওয়া যাবেনা । কারন এগুলোর মাধ্যমে আপনার সম্পর্কে কাষ্টমারের ধারনা প্রকাশ পায় । আঞ্চলিকতা এড়িয়ে যাওয়া ভালো । এমন কি আপনি যখন ভয়েস দিবেন ভিডিও কন্টেন্ট লেখার ক্ষেত্রে , সেখানেও তা মেনে চলতে হবে। ২) কি ওয়ার্ড – এক বারে সরল ভাবে বলতে গেলে – আপনি যখন গুগলে এসে কোন কিছু সম্পর্কে জানতে চান তখন প্রথমে আপনার মাথায় একটা ভাষা আসে , যা কি বোর্ডের মাধ্যমে আপনি গুগলে লিখে সার্চ দেন । এই যে আপনি লিখলেন এটাই কি ওয়ার্ড । অর্থাৎ আপনার মনের ভাষা , কি ওয়ার্ডের মাধ্যমে কম্পিউটারে প্রকাশ করা । যেমন আপনি সুতির ভালো কাপড় এর প্রতিষ্ঠান খুঁজছেন । তখন আপনি কি লিখতে পারেন – ১) ঢাকা শহরে সুতির কাপড়ের ভালো প্রতিষ্ঠান ২...