ইকমার্স ( এ্যাডভ্যান্স লেভেল পোষ্টিং )

 

ফেসবুক বিজনেস পেজে পোষ্টিং ( এ্যাডভ্যান্স লেভেল )


১) আপনাকে ঠিক করতে হবে , আপনি পোষ্টটি বাংলাতে লিখবেন , নাকি অন্য ভাষায় লিখবেন । যদি বাংলাতে লিখেন তবে চেষ্টা করতে হবে সম্পুর্ণ শুদ্ধ ভাষায় বাংলাতে লেখতে। যেটা আমি নিজেও পারিনা । কিন্তু আমি পারিনা জন্য আপনি পারবেন না , সেটাতো হতে পারেনা । আপনাকে পারতে হবে।

শুদ্ধ বাংলা বা শুদ্ধ ব্যকরণ সম্মত ইংরেজী ভাষায় লিখতে হবে এবং কোন ভাবে বাণান ভূল হওয়া যাবেনা । কারন এগুলোর মাধ্যমে আপনার সম্পর্কে কাষ্টমারের ধারনা প্রকাশ পায় । আঞ্চলিকতা এড়িয়ে যাওয়া ভালো । এমন কি আপনি যখন ভয়েস দিবেন ভিডিও কন্টেন্ট লেখার ক্ষেত্রে , সেখানেও তা মেনে চলতে হবে।

২) কি ওয়ার্ড – এক বারে সরল ভাবে বলতে গেলে – আপনি যখন গুগলে এসে কোন কিছু সম্পর্কে জানতে চান তখন প্রথমে আপনার মাথায় একটা ভাষা আসে , যা কি বোর্ডের মাধ্যমে আপনি গুগলে লিখে সার্চ দেন । এই যে আপনি লিখলেন এটাই কি ওয়ার্ড । অর্থাৎ আপনার মনের ভাষা , কি ওয়ার্ডের মাধ্যমে কম্পিউটারে প্রকাশ করা । যেমন আপনি সুতির ভালো কাপড় এর প্রতিষ্ঠান খুঁজছেন । তখন আপনি কি লিখতে পারেন –

১) ঢাকা শহরে সুতির কাপড়ের ভালো প্রতিষ্ঠান

২) সুতি কাপড়ের পেজ ইত্যাদি ইত্যাদি।


নীচে দেখুন আপনি সুতি কাপড় লিখতেই গুগল আপনাকে অনেকগুলো অপশন দেখিয়ে দিলো ।

 

এ ক্ষেত্রে সুতি কাপড় হলো আপনার জন্য কি ওয়ার্ড আর অন্যগুলো হয়ে গেলো রিলেটেড কি ওয়ার্ড

 

এখন আপনি যখন কন্টেন্ট লিখবেন তখন আপনার কন্টেন্টের মধ্যে যেনো মুল কি ওয়ার্ড ও কিছু রিলেটেড কি ওয়ার্ড থাকে। এতে সুবিধা হলো , কাষ্টমার যখন এই সমস্ত ভাষা বা শব্দ  লিখে সার্চ দিবে তখন আপনার পেজটি বা কন্টেন্টটি চলে আসার সম্ভবনা বেশী ।

 আর কাষ্টমার যখন কি ওয়ার্ড লিখে সার্চ দেয় ,তখন যে পেজ বা ওয়েব সাইট গুলো গুগলের প্রথম পেজে শো করে , এই শো করাকে বলে রাংকিং । 

আপনি যখন সুতির কাপড় লিখে সার্চ দিয়েছেন তখন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে এসেছে ।

 

দেখুন গোল করা একটি শব্দ আছে - ইমেজ । মানুষ অনেক সময় ইমেজ দ্বারাও সার্চ করে। কিন্তু কি ভাবে আপনি ছবি সেট করলে বা পোষ্টিং করলে আপনার ছবি গুগলের ইমেজে দেখা যাবে। যাকে আমরা এস ই ও ইমেজ পিকচার বা আল্ট্রা ইমেজ বলি ।

 

এখন স্বাভাবিক প্রশ্ন কি ভাবে আপনি আপনার ছবি আল্ট্রাটেক্সট করবেন ?

প্রথমত আপনার ছবি , আপনার কি ওয়ার্ড এর নাম দিয়ে সেভ করবেন ।

জেপিজি ফরমেটে ছবি সেভ করা উত্তম ।

তারপর ছবিটির উপর কারসার রেখে বাম কারসার ক্লিক করবেন ।

এরপর আপনি প্রোপারিটিজ এ যাবেন ও ক্লিক করবেন ।

এরপর যাবেন ডিটেইলসে । সেখানে বিভিন্ন জায়গায় ক্লিক করে যেখানে যেখানে সম্ভব আপনার কি ওয়ার্ড লিখে দিয়ে  এপ্লাই ক্লিক করবেন।

এক্ষেত্রে আপনি ইউটিউবে গিয়ে লিখবেন , কি ভাবে ছবি আল্ট্রাটেক্স করতে হয় ?

সেখান থেকে দেখে নিবেন ।

 

এবার আসুন , আপনি কি ভাবে মেটা বিজনেস সুইটের মাধ্যমে স্কেডিউল পোষ্ট করবেন ?

এই যে আপনি দিনে ৩/৪ বার ছবি পোষ্ট করবেন । সে ক্ষেত্রে কি আপনি বারে বারে কম্পিউটার বা মোবাইলে এসে পোষ্ট করবেন ? না – আপনি অটো সিস্টেম চালু করে দিবেন । যাতে প্রতিদিন একই সময়ে আপনার ছবিগুলো যেনো অটো পোষ্ট হয়ে যায় । যাকে আমরা স্কেডিউল পোষ্ট বলি।

এ জন্য আপনি , ইউটিউবে গিয়ে  How to schedule Post লিখে সার্চে দিলে সেখানে পেয়ে যাবেন ।  এতে আপনার সময় অনেক সেভ হবে। 


আমরা পরবর্তীতে আলোচনা করব কি ভাবে একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হয় ?

সৌজন্যে সুতি বস্ত্র সম্ভার - আমাদের সম্পর্কে জানতে হলে নীচের অপশনে ক্লিক করুন ।






Comments

Popular posts from this blog