ইকমার্স (ফেসবুক বিজনেস পেজে পোষ্ট)

 

ইকমার্স ( ফেসবুক বিজনেস পেজে পোষ্ট )


 

ফেসবুক বিজনেস পেজে পোষ্ট করার পূর্ব প্রস্তুতি নিতে হবে।

১) আপনাকে সুন্দর একটি এলিভেটর স্পিস (শ্লোগান ) রেডি করতে হবে। যা আপনার পণ্য রিলেটেড ও  কাষ্টমারকেও আকর্ষন করে। যেমন ধরুন

ক) চত্বরে এসে চক্কর না খেয়ে আমাদের পেজে চলে আসুন ।

খ) দেশী পণ্য পরে হই ধন্য । ইত্যাদি ইত্যাদি ।

২) আপনি যে ইমেজগুলো পোষ্ট করবেন , সেটার তিন ধরনের সাইজ নির্ধারন করতে হবে। যেমন

উচ্চতা ও প্রস্থ সমান সমান * ( ৮০০ * ৮০০ পিক্সেল । )



উচ্চতা বেশী , প্রস্থ কম। ( ১৫০০*১০০০ পিক্সেল )



আর একটি প্রস্থ বেশী , উচ্চতা কম(৬২৫*৪২৫ পিক্সেল )



এক্ষেত্রে আপনি ক্যানভার সহায়তা নিতে পারেন । যেখানে আপনাকে বিভিন্ন সাইজ সে নির্দেশ করে আপনার কাজটি সহজ করে দেবে।

৩) আপনার পণ্যের জন্য একটি ইন্ট্রোডাকশান প্রস্তুত করতে হবে। যেখানে আপনার পেজ বা কোম্পানী সম্পর্কেও কিছু কথা থাকতে পারে । যেমন আপনার মহৎ কোন উদ্দেশ্য ।

৪) আপনার পণ্যের সহজ ও সরল ডেসক্রিপশান থাকতে হবে। যেখানে পণ্যের গুনগত মান বর্ণনা করা থাকবে।  এখানে আপনার পণ্যের মূল্য , বর্তমান মুল্য , পূর্বমুল্য , ডেলিভারীর বর্ণনা , আপনার সংগে যোগাযোগের সহজ উপায় উল্লেখ থাকতে হবে।

৫) আপনাকে আশাবাদী কোন ‍উপসংহার বা কনক্লুশান প্রস্তুত করতে হবে। যা কাষ্টমারের মন ভরিয়ে দেবে।

৬) আপনাকে কিছু হ্যাশ ট্যাগ সেট করতে হবে যা দিয়ে সাধারণত কাষ্টমারগন সার্চ করে ।এক্ষেত্রে আপনি ফেসবুক ট্যাগ জেনারেটর এর সাহায্য নিতে পারবেন ।

 

এবার আসুন আপনি কখন পোষ্ট করবেন ?

১)প্রথমত আপনি দিনে তিন চারবার পোষ্ট করুন এবং সবগুলো পোষ্টএর জন্য একটা টাইম ফিক্সড করুন।যাতে কাষ্টমার বুঝতে পারে , এই এই টাইমে ফেসবুকে গেলে আমরা আপনার পেজ থেকে পোষ্ট পাবো ।

২)শুধু ফেসবুক বিজনেস পেজ নয় , এর সাথে আপনি যাবতীয় সোস্যাল মিডিয়াতে পোষ্ট করবেন। যেমন ইনষ্ট্রোগ্রাম , ঠ্রেডস , পিন্টারেষ্ট , টুইটার , টিকটক , ইউটিউব ইত্যাদি ইত্যাদি ।

৩) মার্কেট ট্রেন্ড সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। আপনার পোষ্ট সে অনুপাতে হবে।

৪) বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে , ধর্মীয় অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা দিয়ে সুন্দর সুন্দর পোষ্ট করতে হবে।

৫) আপনার পোষ্ট এমন কিছু প্রশ্ন রাখুন যা কাষ্টমার আপনাকে করতে পারে । সেই সাথে উত্তরগুলো লিখে দিন। যাতে কাষ্টমার সহজেই আপনার সম্পর্কে একটা ধারণা করতে পারে। একে ইংরেজীতে বলে ফ্রিকোয়েনটলি এনসারেবল কশ্চিন । (এফ এ কিউ ) ।

যেমন – আপনি প্রশ্ন রাখলেন

প্রশ্নঃ কোয়ালিটির ক্ষেত্রে আপনারা কোন আপষ করনে কি না ?

উত্তরঃ না কোয়ালিটির ক্ষেত্রে আমরা কোন আপষ করিনা ।

প্রশ্নঃ ডেলিভারী কৃত পন্য খারাপ হলে আপনারা কি করেন ?

উত্তরঃ আমরা সংগে সংগে তা ফেরত নিয়ে নেই এবং সম্পুর্ণ ফ্রি ডেলিভারিতে আমরা আবার কোয়ালিটি সম্পন্ন পণ্য আপনার কাছে পাঠিয়ে দেই ।

অথবা – আপনি কাষ্টমারের মতামত চেয়ে পোষ্ট করতে পারেন ।

আপনি নিজে থেকে প্রশ্ন রাখতে পারেন – আমরা আপনাকে কি ভাবে সহায়তা করতে পারি । আপনার মতামত আমরা সাদরে গ্রহণ করব। ইত্যাদি ইত্যাদি।

 

আপনার পেজে লেখার সময় বা পোষ্ট করার সময় বর্ণনাতে  নীচের কথাগুলো বিভিন্ন সময়ে এ্যাড করতে পারেন ।


আপনি আপনার পেজে ভিডিও আপলোড করবেন । রিল আপলোড করবেন যা আপনার অর্গানিক ফলোয়ার বৃদ্ধি করতে সহায়তা করবে। আপনার বিজনেস কে বড় পর্যায়ে রান করতে অবশ্যই বুষ্ট , ফেসবুক এ্যাড ক্যাম্পেইন , গুগল এ্যাড কম্পেইন প্রয়োজন । তবে সেটা কিছু পরে করুন । আগে চেষ্টা করুন নিজের চেষ্টাতে অর্গানিক ফলোয়ার কি ভাবে বৃদ্ধি করা যায়।

আপনার প্রচেষ্টায় আপনাকে সফলতায় নিয়ে যাবে।

পরের বার আমরা এ্যাডভ্যান্স লেভেলের কিছু আলোচনা করব।

যেমন কি ভাবে এস ই ও কন্টেন্ট লিখা যায় , বানান ও ভাষা কি ভাবে ঠিক রাখতে হবে ?  

কি ভাবে কি ওয়ার্ড সেট করতে হবে?

কি ওয়ার্ড কি?

ছবি কি ভাবে আলটা টেক্সট করতে হবে? ,

কেন করতে হবে ?

স্কেডিউল পোষ্ট ?

ইত্যাদি ইত্যাদি ।

সৌজন্যে সুতি বস্ত্র সম্ভার - আমাদের সম্পর্কে জানতে নীচে ক্লিক করুন ।


সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ।

Comments

Popular posts from this blog