ইকমার্স অর্থনীতির ভাষায় যাহার বিনিময় মুল্য আছে , তাকে পণ্য বলে । এই পণ্য আবার দুই ধরনের । ১ ) দৃশ্যমান পণ্য ২ ) অদৃশ্যমান পণ্য । দৃশ্যমান পণ্যকে আমরা বস্তু বলছি । অদৃশ্যমান পণ্যকে সেবা বলা হয়। এই সেবার যখন আমরা মুল্য নির্ধারিত করি , তখন হয়ে যায় শ্রম । এই দুই ধরনের পণ্যই সনাতন নিয়মে বেচাকেনা হয়। অর্থাৎ কেউ পণ্য কেনে , কেউ বিক্রী করে। আবার কেউ শ্রম কেনে , আবার কেউ শ্রম বিক্রী করে। সাধারণত এগুলো একটি স্থায়ী দোকান বা অস্থায়ী ( হাট/বাজার ) দোকানের মাধ্যমে , পেপার পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে , বিলবোর্ডের দৃশ্যমান বিজ্ঞাপনের মাধ্যমে , ওয়াল ফেস্টুনে বা হ্যান্ড লিফলেটের মাধ্যমে প্রচার করে আমরা শ্রম বা পন্য আদান প্রদান করি । এই পদ্ধতিকে অফলাইন ব্যবসা বা সনাতন ব্যবসায়িক পদ্ধতিও বলা হয়ে থাকে। বর্তমানে অনলাইন মাধ্যম ব্যবহার করে বিভিন্ন রকম ব্যবসা করাকেই ই কমার্স বলে। এটা অনলাইনে মাধ্যম ব্যবহার করে ব...